
সেতু: কেমন আছেন?
আমি: ভালো। তোমার কি খবর?
সেতু: ভালো না।
আমি: কেন?
সেতু: কেন আপনি জানেন না?
আমি: না বললে কিভাবে জানব?
সেতু: সবকিছু কি বলতে হয়?
আমি: মাঝে মাঝে হয়। তাছাড়া কখনো কখনো শুনতেও ইচ্ছা করে।
সেতু: তাই নাকি?
আমি: এই যেমন এখন থুবই জানতে ইচ্ছা করছে কেন ভালো নেই?
সেতু: আচ্ছা? কিন্তু সমস্যা তো বলে বোঝানো যাবে না, দেখাতে হবে।
আমি: তাহলে তো ভালই হল, আমারো তোমাকে দেখতে ইচ্ছা করছে।
সেতু: আপনি কোথায়?
আমি: অফিসে। তুমি?
সেতু: কলেজে।
আমি: ফ্রি হবা কখন?
সেতু: আমি ফ্রি আছি। আপনি কখন ফ্রি হবেন?
আমি: পাঁচ মিনিট পরে কল দিয়ে জানাচ্ছি।
ফোন রেখে ম্যানেজার স্যারের রুমে গিয়ে জরুরী কাজের কথা বলতে ছুটি দিয়ে দল। এমনিতেই আমার কিছু ছুটি বকেয়া ছিল। সেতুকে কল দিলাম- আমি ফ্রি। কোথায় দেখা করতে চাও?
সেতু: বনানী আসেন।
আমি: ওকে। কিছু আনতে হবে?
সেতু: না, আপনি আসলেই হবে। আমার যা লাগবে তা আমি নিয়ে যাচ্ছি।
আমি: কি নিয়ে যাচ্ছ?
সেতু: চিলি সস্।
আমি: চিলি সস্ দিয়ে কি হবে?
সেতু: আপনাকে কাঁচা খাব চিলি সস্ দিয়ে। হেসে উওর দিল।