সুখের সংসার ~১
চাকরির অভাবে গ্রাম থেকে শহরে চলে আসা ছেলেটি জানে বেঁচে থাকতে কতটা যুদ্ধ করতে হয় এই বাজারে। আমারও ঠিক একই অবস্থা হলো । একটা ছোট খাটো কোম্পানির কাজ পেলাম ঠিকই, কিন্তু সমস্যা হলো থাকা নিয়ে। ঘর ভাড়া করে কোলকাতাএর ঘরে থাকতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছিল । ঠিক তখনই আমার জীবন বদলে যাওয়া দুটো ঘটনা ঘটে …