চোখে অন্ধকার দেখলাম। গোটা ঘর দুলে উঠল। নিজেকে সামলে নিয়ে বললাম – কি বলছ তুমি মায়া। তোমার সাথে এই সম্পর্কের পর তোমার মেয়েকে বিয়ে করতে বলছ!
তোমাকে এই কথ আজ বলছি, কিন্তু এটা নিয়ে এক মাস ধরে ভাবছি।
ধর আমি যদি রাজি না হই তাহলে আমার সঙ্গে সম্পর্ক রাখবে না?
আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না। তুমি রাজি হলেও সম্পর্ক থাকবে, না হলেও থাকবে।
সেটা প্রজ্ঞা নিশ্চয় জানবে না।
এখন যেমন চলছে তেমনি চলবে।
ঠিক আছে আমি রাজি।
দুদিন পর মায়া বলল, রবিবার বাড়িতে এসো প্রজ্ঞা তোমার সঙ্গে কথা বলবে।
রবিবার ওদের বাড়ি গেলাম। আমাকে চা দিয়ে মায়া বলল, তোমারা কথা বোলো আমি বাজার থেকে ঘুরে আসি।
মায়া বেড়িয়ে যেতেই প্রজ্ঞা আমার সামনে একটা চেয়ার নিয়ে বসল। মাথা নামিয়েবল্ল, আমার মতো হতভাগীকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ।
তুমি কি রাজি নও?
না তা নয়। তাহলে তো মাকেই বলে দিতাম, তবে আমার একটা শর্ত আছে।
মনে মনে ভাবলাম হয়ত বিয়ের পর মাকে ওর কাছে রাখতে চাইবে। বললাম, শর্তটা কি শুনি?
শর্তটা কি হল পরের পর্বে বলছি ……