ফ্যামিলি ডাইরি – ৩
সিনেমা থেকে ফিরে লাবনী সমুকে কায়দা করে ক্লাবে আড্ডা মারতে পাঠিয়ে রমাকে নিজের ঘরে ডেকে আনে…কেমন জমলো গো তোমাদের খেলা? সুযোগ করে দিয়েছিস বলে তোকে সব বলতে হবে নাকি? রমা মুচকি হাসে। এক মাঘে শীত যায়না বুঝেছো মা জননী…তোমাদের খেলাটা কিন্তু আমাদের হাতে। আমাদের মানে? সমু জানে নাকি এসব? সমুই তো বুদ্ধিটা বের করলো? রমার …